পরামর্শ, জিজ্ঞাসা , অনুরোধ


আপনাদের কোন প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। কোন বিষয়ে সাহায্যের প্রয়োজন হলে, কোন অনুরোধ বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় তা বলতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে।

216 responses to “পরামর্শ, জিজ্ঞাসা , অনুরোধ

  1. হ্যালো ব্লগার ফ্রেন্ড কেমন আছেন?
    এক্সপেক্ট করছি ভাল আছেন।একটি নিউস ছিল যে জন্য
    এই কমেন্ট।সমস্ত ব্লগার ফ্রেন্ডের ব্লগেই নিউস হিসাবে এই কমেন্ট দিয়েছি।
    এখন থেকে আমার ডীফল্ট ব্লগ হিসাবে My Btrick ব্লগটিকে ইউস করবো। লেটেস্ট আপডেট পাওয়া যাবে
    এই লিঙ্ক থেকে। My Btrick ব্লগের ডিটেলস এবং ফীচারগুলি এখান থেকে দেখা যাবে। My Btrick সাইটটিতে। যতটা পেরেছি কাস্টমাইজেসন এবং ডেভলপিং এর জন্য ট্রাই করেছি।ব্লগটি সম্পর্কে আপনার কোন স্যাজেস্যান থাকলে তার
    ফ্যীডব্যাক জানাবার জন্য রিক্যুয়েস্ট রইলো।

  2. এইটা ডিলিট না করে কমেন্ট বুক নামকরণ করে ফেলতে পারো… জনগণ তাদের মতামত জানিয়ে যাবে এইখানে… এরকম হতে পারে…
    রনি, বাংলায় মানুষ খুব কম ব্লগিং করে। বেশির ভাগই ধান্দাবাজি ব্লগার। হয়ত এ্যাড করতে ব্লগ করে, নাহয় কোন বিশেষ ব্যাপারে জনমত গঠন করতে…
    তুমি ছাড়া আরো ক’জনকে পেয়েছি যারা শখে ব্লগিং করে, কিন্তু তারা সংখ্যাতে খুব কম। পার্সোনাল ব্লগিং যারা করেন, তাদের কিছু লিংক পারলে দিয়োতো ( যদি আমার ব্লগরোলে থেকে না থাকে)
    ভালো করে পরীক্ষা দাও। শুভকামনা রইলো… 🙂

    • থ্যাঙ্ক ইউ ভাইয়া। নামটা সত্যিই চেঞ্জ করা দরকার।কয়েকদিন পর লিঙ্ক দেব ইনশাল্লাহ। আমার পরীক্ষা তো কবেই শেষ ! জানুয়ারীর ১ তারিখ থেকে নতুন সেমিস্টারের ক্লাশ শুরু।

  3. আমি একেবারেই সময় পাচ্ছিনা ব্লগ লেখার। COP15 United Nations Climate Change Conference Copenhagen 2009 – এর রিপোর্ট লেখা নিয়ে ব্যাস্ত খুব। আমি UN’এ কাজ করি, যে টিম এই রিপোর্ট বানাচ্ছে তাদের মধ্যে আমারও দায়িত্ব পড়েছে এইটার 😦 এই কারনেই অন্য সব বাদ পড়ছে কিছুদিন ধরে।

  4. রনি,

    কেমন আছেন? আপনাকে একটু বিরক্ত করি। কিছু মনে করবেন না।

    আমি যদি আপনার মতো এরকম একটা ব্লগ তৈরী করতে চাই, তাহলে আমাকে কি কি করতে হবে? কোন কোন প্রোগাম শিখতে হবে। আসলে আমি কম্পিউটার সর্ম্পকে খুব একটা ভালো জানি না। শুধু অফিস আর টুকটাক দুই একটা প্রোগাম জানি। ব্যাপারটাকি খুব কঠিন হবে? আর খরচ কি রকম?

    আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।

    নতুন রাজা (সামহোয়্যার নিক)

    • আমি ভাল আছি ভাইয়া। বিরক্ত হব কেন? বিরিক্তি মনে করলে তো এই ট্যাবটাকেই রাখতাম না 😀 । কোন প্রোগ্রাম জানার দরকার নেই। কোন খরচ হবে না। পুরোটাই ফ্রি। এখানে ধারাবাহিকভাবে সব দেওয়া আছে। এটা পড়লে আপনি একাই বুঝতে পারবেন সবকিছু। কোথাও সমস্যা হলে আমাকে বলবেন। আমি সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব।

  5. রনি ভাইয়া, একটা ব্লগ তৈরী করবো ভাবছিলাম, কিন্তু কিভাবে শুরু করবো বুঝতে পারছিলাম না। টেকটিউনসে তোমার টিউন পড়ে উতসাহী হলাম। অবশেষে শুরুই করে দিলাম! ভেবেছিলাম কাজটা কিছুদূর এগোলে তোমাকে ধন্যবাদ জানিয়ে আরো পরামর্শ নেবো। অনটেস্ট একটা পোস্ট দিয়েছিলাম। কিছু বুঝে ওঠার আগেই তোমার কাছ থেকে কমেন্ট পেয়ে গেলাম!! তোমার পাওনা ধন্যবাদগুলোর কিছু এখন দিচ্ছি। যাহোক আমার কিছু পরামর্শ চাই। খুব শিঘ্রী জানাবো। ভালো থাকো।

  6. রনি, আমি কমেন্ট দিয়েছিলাম মাত্র কয়েকদিন হইলো 😀 😀
    এরই মাঝে অনেক পাঠক আর প্রশ্ন …… 😛
    মনে হচ্ছে আমার নামকরণ বুদ্ধিটা কাজে এসেছে 😉
    চালিয়ে যাও… খুশি হলাম এই ব্লগে মানুষ কীভাবে উৎসাহ নিয়ে প্রশ্ন করছে তা দেখে…

    মাহমুদ

  7. আমার সমস্যাগুলো তোমাকে এখন বলি-
    wordpress সম্পর্কে
    ১.Snap shot on/of করে কিভাবে।
    ২.Header পরিবর্তন করব কিভাবে।
    ৩.post/page SolaimanLipi তে কিভাবে কনভার্ট করবো।
    ৪.post/page SolaimanLipi তে কনভার্ট করলে কি sidebar এর লেখাগুলো SolaimanLipi তে কনভার্ট হবে।
    ৫.ব্লগের শিরোনাম ও পৃষ্টার নাম গুলো SolaimanLipi তে কনভার্ট/ বড় করব কিভাবে।
    ৬.post/page যখন add link করা হয়,তখন শিরোনাম ,টার্গেট এবং শেষে থাকে class .এটার কাজ কি।
    আমি কিন্তু madsciencblog topic ta poresi.
    কিন্তু সব এই আমার শিখার জন্য।
    সময় পেলে সবগুলোর উত্তর দিবে।

    • অবশ্যই পারবেন। আমি লিখছি কিভাবে না পারলে? ওয়ার্ডপ্রেসে ব্লগ খোলাসহ অন্যান্য সহযোগীতার জন্য এই পোস্ট পড়ুন। আর বাংলা বিষয়ক সাহায্যের জন্য এই পিডিএফটা ডাউনলোড করে ইন্সট্রাকশান ফলো করুন। কোন সমস্যা হলে আমাকে জানান। আমি সর্বোচ্চ সহযোগীতা করার চেষ্টা করব।

  8. রনি ভাই,
    Happy New Year.
    গত দিনের উত্তরের জন্য আপনাকে ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন ওয়ার্ডপ্রেসে কোন ওয়েব সাইট খোলার পর তার ওয়েব অ্যাড্রেস পরবর্তীতে পরিবর্তন করা যায় কিনা? যদি করা যায়- তাহলে কিভাবে করা যায়? জানালে খুশি হব।

    • আমার জানামতে ওয়েব এড্রেস পরিবর্তন করা যায় না। তবে আমি এটা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। জানতে পারলে আপনাকে জানাব।

  9. রনি, কেমন আছেন?
    অনেকেই আমার ওয়ার্ডপ্রেসের ব্লগটা পড়তে পারছেন না। এদের মধ্যে বেশিরভাগই দেশের বাহিরের। হয়তো কম্পিউটারে বাংলা ফন্ট না থাকার কারণে এটা হচ্ছে। কিন্তু, এর সমাধান কি?
    শুভ কামনা রইলো…
    ভালো থাকবেন…

  10. ও সরি, আরেকটি বিষয়… কি করে সরাসরি একটা পিডিএফ ফাইল কোন পোষ্টে যোগ করা যায়? আমার ব্লগটাতে গেলে দেখতে পাবেন, ওখানে ইবুক-এ কয়টা বই দেয়া আছে, কিন্তু বইগুলো মিডিয়াফায়ার-এ আপলোড করা। আমি সেখানে শুধু লিংকগুলো শেয়ার করেছি। আমি কি ইচ্ছা করলে সরাসরি সেগুলো আমার ব্লগেই (ওয়ার্ডপ্রেস) যোগ করতে পারিনা (আপনার ইবুক ফোল্ডারটার নীহারিকা বা মা-সংকলনটার মতো) ? পারলে কি করে?

    ভালো থাকবেন…

  11. রনি ভাই,
    কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমি কয়েক দিন হলো ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট খুলেছি যার ঠিকানা Joinmoney.wordpress.com আমি এ ব্যাপারে পুরোপুরি নতুন আমার পূর্বের অভিজ্ঞতা নাই তাই আপনি অনুগ্রহ করে আমার সাইটটি ভিজিট করবেন এবং আপনার মুল্যবান মতামত ও পরামর্শ প্রদান করবেন। কয়েকদিন আগে আপনার পরামর্শ মোতাবেক কাজ করে বাংলা লিখতে সক্ষম হয়েছি। এখনো সম্পূর্ণ ভাবে সাইটটি তৈরি করতে পারিনি। এর মধ্যে কয়েকটি পোষ্ট দিয়েছি। এ সাইটটি সাজানোর ব্যাপারে আপনার সহযোগীতা কামনা করি। এ ব্যাপারে আমার উল্ল্যেখিত প্রশ্ন গুলোর উত্তর জানালে খুশি হব।
    ১.আমার সাইটে বাংলা লেখাগুলি অন্য কোন কম্পিউটারে দেখা না গেলে, দেখানোর জন্য আমি কি করতে পারি?
    ২. কোন হেড লাইনের কিছু বিবরণের পর কিভাবে বিস্তারিত বর্ণনার জন্য লিংক তৈরী করব?
    ৩. আমার সাইটে কিভাবে ডাউনলোড লিংক করা যায়?

    • আল্লাহর রহমতে ভালই আছি ভাই। আপনার সাইট দেখলাম। কমেন্ট করেছি।

      ১। সমাধান হচ্ছে কম্পিউটারে ফন্ট ফিক্সার ইন্সটল করে ডিফল্ট ফন্ট হিসেবে সোলায়মানীলিপী অথবা সিয়াম রুপালী ফিক্সড করা। বিস্তারিত এই পিডিএফ এ । আমার এই ব্লগের মতো Bangla help? নামে একটা পেজ খুলে সেখানে পিডিএফটার ডাউনলোড লিঙ্ক দিতে পারেন।

      ২। যে অংশের পর Read the rest of this entry » দিতে চান সেখানে চিত্রের মত more এ ক্লিক করুন। তারপর প্রকাশ বা আপডেট এ ক্লিক করুন।

      তাহলে আমার হোমপেজের পোস্টগুলোর মত Read the rest of this entry » যুক্ত হয়ে যাবে।

      ৩। এই প্রশ্নটা বুঝতে পারিনি।

      কোন সমস্যা হলে জানান। আমি সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব।.

  12. রনি ভাই,
    কমেন্ট এবং প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
    আপনার মত Bangla help? নামে একটা পেজ খুলে সেখানে পিডিএফটার ডাউনলোড লিঙ্ক দেব কি ভাবে? ( পদক্ষেপ গুলো জানাবেন)

  13. রনি ভাই,
    আপনার ৪-১-২০১০ইং তারিখের পরামর্শ মত প্রথম পেজে পিডিএফ ফাইল এর জন্য একটি ডাউনলোড লিংক তৈরী করি কিন্তু ক্লিক করলে তা ওপেন হয় না। কিন্তু আপনার সাইটের বাংলা হেল্প এর সংঙ্গে লিংক করে দেওয়ায় এখন তা ওপেন হচ্ছে । আমার কম্পিউটার থেকে কিভাবে আপলোড করে দিলে কাজ করবে? এখন আপনার সাইটের সঙ্গে যে লিংক টি আছে সেটি রাখা যাবে কিনা ? আমার আরেকটি প্রশ্ন হলো ফন্ট ফিক্সার ব্যবহার করে ফন্ট চেন্জ না হওয়ার কারণ কি? কিভাবে ফন্ট সাইজ বড় করা যায়? জানালে খুশি হব।

    • সবচেয়ে ভাল হয় যদি মিডিয়াফায়ার এ আপলোড কর লিঙ্ক দিয়ে দেন। ওয়ার্ডপ্রেসে আপলোড একটু ঝামেলাই মনে হয় আমার কাছে। লিঙ্ক রাখা যাবে। কোন সমস্যা নাই। আপনার ব্রাউজার মজিলা হলে Tool->Option->Font size থেকে বাড়িয়ে নিতে পারেন।

    • ভাই ফাইজলামী করেন না?
      নিজে ZCE হইয়্যা আমারে জিগান ক্যামনে ZCE হওয়া যায়? ( রাগ করার ইমো হবে lolz… )
      Who’s the ZCE? yes, I am এইটা পড়েন তাইলে বুঝতে পারবেন কেমনে ZCE হওয়া যায়।;)
      দাঁড়ান আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হোক, তারপর আপনাদের হেল্প নিয়া আমিও ZCE হমুনে।

  14. roni vai
    tomar site ta deikha tomar kothins vokto hoia porsi tai tumi koia daklam r tomar amar birthday year same tai chimtiiiiiii..
    assa?tomar site er help nia jodi ami akta site banai tumi ki khub besi
    rag korba?
    jodi rag koro taile kow ami banamu na
    only rag na korlei banamu
    o ho amio tomar moto internet addicted.
    daily 8 ghonta net e katai 6 ghonta vb.net e business soft develop korar try kori r baki somoy onno kaz.
    valo thaiko.

    • আমার সাইট ভাল লেগেছে জেনে খুশি হলাম। আমার সাইটের হেল্প নিয়ে তুমি যদি সাইট বানাও তাহলে রাগ করব কেন? 🙂
      রাগ করার কিছু নাই।

      ইন্টারনেট এডিক্টেড হওয়া ভাল না। 😉 আমি এখন আর এডিক্টেড না। ভাল হয়ে গেছি 🙂

      ইউ আর মোস্ট ওয়েলকাম।

  15. dear rony vai
    akta question silo
    tumi amake adsense er keywords er bapare details kisu theory dite parba?
    keywords er baparta ami besi jani na.
    r ami akta blog khulsi
    http://itmaruf.blogspot.com/
    tomar kisu information ami okhane disi(rag koiro na).
    tobe ro new information okhane future e add korbo.
    tumi blog ta dekhe kamon hoilo sei bapare akta comments koira dio.
    kono suggestion thakle dio
    valo thako.

  16. রনি ভাই , থীম পাল্টালাম … কেমন হল দেখে আসবেন একটু কষ্ট করে 🙂
    আর এখনের থীমটার ফন্ট নিয়ে কোন সমস্যা আছে কিনা একটু দেখবেন … অভ্রনীল ভাই বলছিলেন ফন্ট নাকি একদম ছোট দেখা যাচ্ছে 😦

  17. রনি আপনার ব্লগটা খুব ভাল লাগল। ব্লগ খুইলা কয়েকটা সমস্যায় পর্সি ভাই…একটু হেল্পান।

    ১. আমার ব্লগে যতগুলা পোস্ট দেই শুধু নিচের দিকে বাড়তে থাকে। আচ্ছা পেইজ ১,২ এরকম করে দেওয়ার কি কোন অপশন আসে?

    ২. কিভাবে আমার ফেসবুক বা আইপি কাউন্টার ব্যাজ এ্যাড করতে হয় জানি না। ঐখানে লেখা Paste this url to your website, কিন্তু ওয়েব সাইটের কোথায়?

    থেঙ্কু ইন এ্যান্টিসিপেশন ব্রো।

    আমার সাইটটায় একটু ঢু মাইরা দেইখেন। সামুতে আপনার টিউটোরিয়াল দেইখা এতটুকু তৈরি কর্তে পার্সি…

    • ১। আমি যতদূর জানি ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগে পেজ ১, ২ এভাবে দেওয়ার অপশন নাই।
      ২। এটার উত্তর আরেকটা পোস্টে দিচ্ছি।
      আমার টিউটোরিয়াল পড়ে ব্লগ বানাতে পেরেছেন শুনে ভাল লাগছে। সমস্যায় পড়লে জানাবেন। সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।

    • ১। আমি যতদূর জানি ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগে পেজ ১, ২ এভাবে দেওয়ার অপশন নাই।
      ২। এটার উত্তর আরেকটা পোস্টে দিচ্ছি।
      আমার টিউটোরিয়াল পড়ে ব্লগ বানাতে পেরেছেন শুনে ভাল লাগছে। সমস্যায় পড়লে জানাবেন। সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব।

  18. আমি আগের কমেন্টে নিচের দিকে বাড়তে থাকে বলতে বুঝিয়েছি যে, আমার কোন পোস্টের শর্ট ভিউ দেখায় না। পুরো পোস্ট দেন আরেকটা পোস্ট, আবার পুরো

  19. বস আপনার মতো এরকম লেখার সাথে রেটিং আর কমেন্টের সাথে থাম্বস আপ-ডাউন যোগ করবো কিভাবে? সরি বারবার বিরক্ত করার জন্য…

    • রনি ভাই, একটি ব্লগ তৈরি করা আমার অনেক দিনের সখ । আমার ব্লগটি শুরু করতে চাই কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিনা । তাই সামান্য কিছু দিয়ে শুরু করলাম । প্রথমেই
      সরি বলি কেননা আপনার থেকে কিছু কপি রাইট করেছি । দয়া করে আপনি আমার ব্লগটি দেখবেন এবং আমাকে সাজেসন্ষ দিবেন । কিভাবে সাজাতে পারি আমার ব্লগটিকে।
      আমার সমস্যাটি আপনাকে বলি…
      ১.আমার মন্তব্যর ্প্রতিউত্তর কিভাবে দিব।
      ২. আমার ব্লগটি কিভাবে গোছাব।

      • আপনার ব্লগটি আগেই দেখেছি। পছন্দ হয়েছে আমার।

        আমার কাল পরীক্ষা আছে ভাই, তাই নেটে বেশিক্ষন থাকব না। তাছাড়া আমার P-6 ইন্টারনেট শেষ হয়ে গেছে। আপনার প্রশ্নগুলোর উত্তর আমি কিছুদিন পরে দেব। আপনার যা যা জিজ্ঞাসা আছে বলেন। আমি পরে পোস্টে উত্তর দেব। মাইন্ড করবেন না প্লিজ।

  20. রনি,
    শুরুতেই শুভেচ্ছা রইল।
    আমি এর পূর্বে ২টি মন্তব্য পোষ্ট করেছি এবং ১টি মেইল করেছি। কিন্তু জানিনা একটিো আপনার দৃষ্টিগোচর হয়েছে কি-না।
    আমি কিছু হেল্প চাচ্ছিলাম আপনার।
    আপনার সাথে সরাসরি কথা বলতে চাই।
    শুভেচ্ছা রইল।
    বাশার

  21. Bro can you please tell me where can I find the ftp server address for by wordpress blog? actually i was trying to upload a new theme. But the software requires ftp server address…it would be highly appreciated if you can give me some idea about

    1. what is the label when I upload any theme
    2. where can I find the ftp server address
    3. when the software ask for username and password does that mean a new username and password to use that software for the specific site or the username and password I use on my site or blog?

    cheers

    • হা…… হা………
      এখনও আছি। তবে আগের চেইয়ে একটু কম। আগে সব সাইটে ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট করতাম। এখন খালি নিজের ব্লগটাতেই সময় দিই। 😀
      কেমন আছেন আপনি?

  22. রনি ভাই
    শুভেচ্ছা নিবেন। আপনার ব্লগটা খুব ভালো লেগেছে। বিশেষ করে, বিস্তারিত পড়ার জন্য যে অপশনটা রেখেছেন।
    আমি ওয়ার্ডপ্রেস তেমন বুঝি না। যদি পদ্ধতিটা একটু শিখিয়ে দেন, খুবই কৃতজ্ঞ থাকব।
    আমার ব্লগে ছবি ও লেখা বেশি হয়ে যাওয়াতে, পেইজ লোড হতে অনেক সময় নেয়, যা খুবই বিরক্তিকর। এই পদ্ধতিটা শিখতে পারলে, হয়ত কিছুটা সমস্যার সমাধান হবে।
    উল্ল্যেখ, আমি কোডিং ল্যাঙ্গুয়জ সম্পর্কে কিছু জানি না।

  23. রনি ভাই কেমন আছেন?
    আমি খুব বিপদে আছি। আমার ব্লগটা নিয়ে পুরো মাথা নষ্ট করে পেললাম। কিন্ত ভাল ভাবে সাজাতে পারলাম না। আপনার blogpost টি পরলাম। আপসোস হচ্চে। আমারটা এভাবে সাজাতে পারিনা। একটু সাজেন্সদিলে খুভ ভাল হত। ভাই অনেক কৃতজ্গ থাকব আপনার নিকট। যদি একটু হেলপ করেন। অনেক অনেক শুকরিয়া।

  24. রনি ভাইয়া,
    কবিতা তবিটা লিখেন নাকি?

    যদি লিখে থাকেন তবে তা কোন প্রকাশন থেকে প্রকাশ করেছেন?
    আমি আগামী বই মেলায় দুটো বই প্রকাশ করতে চাই.
    মানসম্মত বই হলে নাকি কম খরচ পড়ে ?
    দুটো বই প্রকাশ করার জন্য কত টাকা লাগতে পারে?
    আর আমি লাভের পার্সেন্টিজটা কিভাবে পাব?
    উপন্যাস, সায়েন্স ফিকশন এবং কবিতার বই প্রকাশ করার জন্য যথাক্রমে কোন কোন প্রকাশনা ভালো বলে আপনি মনে করেন?
    এ বেপারে আমাকে একটু বিস্তারিত জানাবেন প্লিস.

  25. ভালো হয়েছে, আমার অনেক প্রশ্ন আছে। তবে আগে কাজ শুরু করি, তারপর প্রশ্ন আসতে থাকবে। ওয়ার্ডপ্রেস বা ব্লগস্পটের প্রাইমারী কাজগুলো সময় দিলে পারা যাবে আশা করি, তবে পোষ্ট করার পর সমস্যা থাকলে আপনাকে জানাবো। বাংলা ফন্ট নিয়ে আর দেখা নিয়ে আমি ঝামেলায় পড়ি। দেখতে সুন্দর দেখায় না। যাইহোক, অভ্র দিয়ে লেখা ওখানে পেষ্ট করবো।

    • থ্যাঙ্ক ইউ ভাইয়া। বাংলা ফন্ট নিয়ে কোন সমস্যা হবার কথা না। HTML কোড দিয়ে ইচ্ছামতো ফন্ট ব্যবহার করা যায় তো 😀 । যেমন আমি এই কমেন্টটা আল্পনা লোহিত ফন্টের ২২ px সাইজে করছি। এটা কি খারাপ দেখাচ্ছে?

  26. আপনার ব্লগটি সুন্দর। কানাডার জনপ্রিয় অনলাইন পত্রিকা বেঙ্গলি টাইমস তো কোনও লিংকে পেলাম না। এটি দিলে আমরা উপকৃত হবো। এখান খেকেই পত্রিকাটি পড়তে পারবো। অন্য কোনও সাইটে যেতে হবে না। বেঙ্গলি টাইমস এর লিংক এ্র্যাড্রেস http://www.thebengalitimes.com

    • লিঙ্কটার জন্য ধন্যবাদ আপু। এটার কথা আমার জানা ছিল না। আমার ব্লগটা আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। আপডেট করে দেব লিঙ্কগুলো।

  27. ভাই আমি চাচ্ছিলাম যে শুধু একটা IP[যেমন একটা broadband ISP এর IP ] আর তার অধিনে সবগুলো dynamic IP শুধু একটা ব্লগ দেখতে পাবে। অন্য কেও ওই ব্লগে access করতে পারবে না। এটা কি সম্ভব?
    ব্লগটা wordpess এর, godaddy host ব্যবহার করছে। domain name ও godaddy থেকে নেয়া।
    আমি নির্দিষ্ট একটা IP র acccess band করে দিতে পারি কিন্তু এভাবে তো আর সব IP access বন্ধ করা যাবে না।
    যদি কোনো উপায় জানা থাকে please বলবেন। আমার এটা এখন খুবই প্রয়োজন। 😐

  28. আসসালামুআলাইকুম রনি ভাই ।
    চাঁপাই থেকে বলছি ।
    ভাই ভালো আছেন নিশ্চই , ভালো থাকুন এই দোয়াই করি ।
    রনি ভাই অনেক সাইট ঘুরলাম , অনেক কমেন্ট করলাম , তাদের কথামত বেশ কিছু জায়গায় রেজিষ্ট্রশনও করলাম – কিন্তু তাদের উত্তর পরে/অপেক্ষা করুন/এখন ব্যস্ত/নিরব/এই জাতীও আরও অনেক কিছু ।অবশেষে আপনার শরনাপন্ন হলাম ।ভাবলাম যেহেতু একই এলাকার বান্দা সেহেতু কিছুটা আশা করা যায়।প্লিজ আমাকে একটু হেল্প করুন ।আমি আশা করছি আপনি ইনশাল্লাহ্ তাদের মতন উওর দিবেন না ।
    *আমি অনলাইনে ইনকাম করতে চাই :
    ১.মোবাইল সাইট বা কম্পিউটার সইট যে কোন ভাবে ইনকাম করতে চাই ।
    প্লিজ রনি ভাই …………………………….
    আপনার সাড়া পেলে আরও বিস্তারিত লিখব , ইনশাল্লাহ্ ।

    • ওয়ালাইকুমুস সালাম।
      ভাই একটা সত্য কথা বলি। অনলাইনে আয় সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা। তবে ইন্টারনেটে অনেকদিন থেকে ঘুরাঘুরির অভিজ্ঞতা থেকে এটুকু বলছি যে, “এই কাজটা আমার কাছে খুব একটা ভাল লাগে না, আর আদৌ ইন্টারনেট থেকে তেমন কোন হয় আছে কিনা তা নিয়েও আমার পর্যাপ্ত সন্দেহ আছে”। ব্যক্তিগতভাবে আমার কাছে পরামর্শ চাইলে আমি এটুকুই বলবো অনলাইনে আয়ের পেছনে ছুটোছুটি না করে বাস্তবে কিছু করার চেষ্টা করুন। যেমনঃ টিউশানি বা এই টাইপ কিছু। আমি অনলাইনে আয়ের পেছনে ছুটোছুটিকে নিরুৎসাহিত কর্রি। কারণ আমার মনে হয় এতে যে পরিমান সময় আর শ্রম নষ্ট হয় তাতে অন্য কিছু করলে অনেক ভাল করা যাবে।

  29. রনি ভাই আপনার মত একটি সাইট কিভাবে তেরী করা যায় ?
    আপনি কেন সাইট টি তৈরী করেছেন ?শুধুই কি আনন্দ আর সময় কাটানোর জন্য , নাকি ইহার আরও ফজীলত আছে ?
    আমিও চাই আপনার মত একটি সাইট তৈরী করতে , প্লিজ হেল্পান ।

  30. আসসালামু আলাইকুম রনি ভাই,
    আল্লাহ তোমাকে এর যথা-যথো নেকি দান করুন। thanks ভাই অভ্র-এর জন্য। আমি অভ্র দিয়েই লিখছি। বাকি কথা পরে হবে। আল্লাহ হাফিজ।

  31. রনিভাই আমার সব পোষ্ট দেখার যে ড্রপডাউন সিলেক্টরটা বানিয়েছি সেটা আর চওড়ায় বাড়াতে পারছি না। পুরো বক্সটা জুড়ে হলে ভালো হত, কিন্তু বক্স থেকে যেন বড় না হয়ে যায়। কি ভাবে করবো?

  32. রনি আমি ব্লগে SolaimanLipi Size 2 ব্যবহার করে আসছিলাম। তুমি এবং তুসিনও বলল পড়তে কষ্ট হচ্ছে। Size বাড়িয়ে 3 করে দিলাম ঠিক আছে কি না জানিও। এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করে খুব ভাল করলে। তোমাকে আর ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তোমার মতামতের অপেক্ষায় রইলাম।

    • ফন্টটা আরেকটু বড় হলে বোধয় ভাল হয়। বাংলা ফন্ট এমনিতেই অনেক ছোট, সোলায়মানলিপিতে আরও ছোট হয়ে যায়। এখন ঠিক আছে । তবে আরও বড় হলে ভাল হয় বোধয়।
      অফটপিকঃ আমার ফন্ট কি অনেক বড় মনে হয়?

      • এটা ঠিক বলেছ। অন্য PC তে দেখে নেওয়া ভাল। আমারটা একবার একজনের বাড়ীতে ১৫” মনিটরে দেখি বিরাট বিরাট লাগছে আমার ব্লগের লেখাগুলো। কিন্তু আমার বাড়ীরটা ২০”, সেটাটে বড় দেখায় না। তোমরা বললে বলে বুঝতে পারলাম যে লেখা ছোট দেখাচ্ছে। যেমন আমি এখন ২০” তে ১৬০০x৯০০ পিক্সেলে দেখছি, তাতে inner-line space কম লাগছে। তুমি একটা ১৮.৫” মনিটারে চেক করে নাও। কারন এই সাইজটাই এখন বেশী চলছে।

  33. আপনি সামু তে যে Engineering বই গুলোর ্লিংক দিয়েছিলেন তার অনেক গুলো আর Download করা যাচ্ছে না।লিংক গুলো আবার দিলে খুব ভাল হতো।আগাম ধন্যবাদ

    • বইগুলোর লিঙ্ক একটা ইন্ডিয়ান ফোরাম থেকে সংগ্রহ করা। অনেক লিঙ্ক সম্ভবত এখন আর কাজ করছেনা । নতুন লিঙ্কও আমার জানা নাই। তবে কোন বইটা আপনার দরকার বললে হয়তো খুজে দেখতাম।

  34. রনি ভাই কেমন আছেন ? আবার আসছে ঈদ , কবে বাড়িতে আসবেন ?
    কিছুদিন আগে আপনার কাছ থেকে সাহায্য নিয়ে একটি wordpress blog তৈরী করেছিলাম । এবার তৈরী করলাম http://solution04.blogspot.com সাইটটি , অবশ্যই ভিজিট করবেন ।
    কিন্তু এখন একটা প্রশ্ন হল আমি আমার এই সাইটে কমেন্ট করতে পারছি না কেন ? নাকি এটাই নিয়ম একটু জানাবেন প্লিজ ।

    • আলহামদুলিল্লাহ। বাড়ি ১২ নভেম্বরের দিকে যেতে পারি। ভিজিট করলাম আপনার ব্লগ। ব্লগের টেমপ্লেটটা ভাল লেগেছে ভাইয়া। কমেন্ট সেটিংসটা একটু চেক করে দেখুন। সেখানে কমেন্ট করার অপশন বন্ধ করা আছে বোধয়। কি হলো জানাবেন। আশা করি কমেন্ট সেটিংস চেক করলে সমস্যার সমাধান হবে। 😀

  35. ওয়েব ব্রাউজারে আপনার ওয়েবের এ্যাড্রেস লেখার পর ওয়েব ব্রাউজারের এ্যাড্রেস বারে আপনার ছবি দেখা যায়, আমার সাইটে এটা দিতে চাই, কিভাবে এড করব… জানানে খুশি হব।

  36. ভাই,nptel এর ভিডিও গুলো অনেক informative মনে হল।কিন্তু এতো গুলো download করতে গিয়ে problem এ পরছি।এক্টা একটা করে লেকচার নামাতে নামাতে আমি tired হয়ে গেছি।শুধু ঐ ভিডিও গুলো নামানোর জন্য ব্যান্ড উইডথ বারাইছি।তাও যা লাউ তাই কদু।এক্টা solution দিন ভাই।অপেক্ষা করতেছি
    (সামু তেও comment করছি।মনে হল,সামু তে কম আসেন আপনি ,তাই এখানে আসলাম)

    • আমরা তো আইডিএম দিয়েই আইইউটি নেট থেকে অনেকগুলা নামিয়েছিলাম। আপনি কোন সাবজেক্টের লেকচার নামাতে চান? আমার কাছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (EEE) এর প্রায় ৮০ গিগাবাইটের মতো নামানো আছে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন।তবে অন্য ডিপার্টমেন্টের হলে আমি সাহায্য করতে পারছিনা। 😦

      • আমার electronics & communication এর উপর lecture লাগবে।আশা করি EEE এর সাথে বেশ কিছু মিল থাকবে।কিভাবে নেওয়া যায়?কোনো software use করে কি নেওয়া যাবে?
        অনেক ধন্যবাদ।

  37. আপনার কাছে সাহায্য চাই, অনুগ্রহপূর্বক সাহায্য করলে উপকৃত হবো।
    আমি একটি ব্লগ তৈরি করেছি এবং এই ব্লগকে আপনার মত সুন্দর করে উপস্থাপন করতে চাই কিন্তু পারছি না। দয়া করে বলবেন কি কিভাবে ব্লগে লিংক দিব এবং ঐ লিংকগুলো ক্লিক করলে কিভাবে আলাদা উইন্ডোতে আসবে ?
    Blog- sylhetpti.blogspot.com

  38. আমি ওয়ার্ডপ্রেসে একটা ব্লগ খুলেছি।আপনার স্ট্যাটাস দেখে দিতে গেলাম, কিন্তু তাতে একটা সমস্যা হচ্ছে।থীম চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো ব্লগের।

    এছাড়া আপনি নোটিশে যেভাবে হলুদের মাঝে লেখেন সেটা কীভাবে লেখা যায়??সেটা কী থীমের উপর নির্ভর করে?

    আর একটা সমস্যা হচ্ছে, আমি যদি “ব্লগ” নামে পেজ করে সেটা প্যারেন্ট রেখে অন্য কিছু পেইজ যোগ করি, (যেমন “সিনে পাড়া”), তাহলে “সিনে পাড়া” ক্যাটাগরীর লেখাগুলোকে ওই পেইজে আনার বা ওই পেইজে অটোমেটিক আনার কোন ব্যবস্থা আছে কি? বা কোন নির্দিষ্ট ক্যাটাগরীর পোস্টের লিঙ্ক (যেমন সূচীপত্রে সব লিঙ্ক দেখা যায়) আনার কোন কোড আছে কি?

    সমস্যাগুলোর সমাধান দিতে পারলে খুবই উপকৃত হই।

    • ওটা থিমের উপর নির্ভর করেনা, HTML কোড এর div ট্যাগ দিয়ে লেখা । সব থিমেই কোড লিখে ওরকম করতে পারবেন আপনি ।

      আমি যতদূর জানি কোন নির্দিষ্ট পেজে কোন ক্যাটাগরির পোস্ট আনার ব্যবস্হা ওয়ার্ডপ্রেস ডট কমে নাই । তবে আমার সূচীপত্রের মতো সবগুলো পোস্ট বা শেষ ১০-১৫ বা যে কোন সংখ্যক বা এক গত এক মাস, এক সপ্তাহ ইত্যাদির পোস্ট কোন নির্দিষ্ট পেজে দেখানো যায় । Archive shortcode লিখে ওয়ার্ডপ্রেস.কমে সার্চ দিলে কোডটা পেয়ে যাবার কথা ।

      তবে নির্দিষ্ট ক্যাটাগরীর পোস্ট rss ফিড ব্যবহার করে প্রথম পাতাতেই ডানপাশে দেখাতে পারেন আপনি ।

      আমি এখন বাসায় । মোবাইল থেকে লিখছি । তাই বিস্তারিত লেখতে পারছিনা এ বিষয়ে । ১ তারিখে হলে ফিরবো ইনশাল্লাহ । তখন বিস্তারিত লিখব ।

      • বাসা থেকে এসে আমার ব্লগ অবশ্যই ঘুরে দেখে যাবেন।পেজের ব্যাপারটা মোটামুটি সমাধান করেছি (ক্যাটাগরীগুলোকে মেন্যু করে দিয়েছি)।
        স্ট্যাটাসের ব্যাপারটা মাথায় ঢুকছেনা।আপনি স্ট্যাটাসের ব্যাপারটা বাসা থেকে এসে একটু বিস্তারিত বলবেন প্লিজ।

        অনেক ধন্যবাদ সাহায্যের জন্য।

  39. রনি ভাই কেমন আছেন?
    আশা করি ভাল আছেন

    রনি ভাই অনেক দিন ধরে আমি আপনার টেকটিউস্‌ এ অনেক পোষ্ট দেখেছি। আপনার অনেক লেখা আমার ভাল লেগেছে তাই আপনার প্রতি শ্রদ্ধা না জানিয়ে পারলাম। অনেক জায়গা আপনার ফোন b¤^i খুব খোজাখুজি করলাম কিন্তু পেলাম না যদি আপনি আপনার ফোন b¤^i আমার দিতেন তাহলে আপনার সাথে আমি একটু যোগাযোগ করতাম। আমি আমার ফোন b¤^i টা দিলাম (০১৭১৩৯১৫৮৮৬), কষ্ট করে আপনি আপনার ফোন b¤^i দিলে আপনার প্রতি সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো।

    • আপনার প্রশ্নটা ঠিকমতো বুঝতে পারিনি আমি। চ্যাট অনেকভাবেই করা যায়। ফেসবুকে একাউন্ট থাকলে এমনিই করতে পারবেন। এছাড়া ইয়াহু ম্যাসেঞ্জার, Pidgin, Digsby ইত্যাদি সফটওয়্যার দিয়েও করা যায়। আপনি কোথায় চ্যাট করতে চান আরেকটু ডিটেইল বললে হয়তো পরামর্শ দিতে পারতাম।

  40. ছোট ভাই রনি । শুভেচ্ছা । তোমার অনেক বড় আমি কিন্তু সাম হোয়ার.. থেকে তোমার একনিষ্ঠ ফ্যান ।
    এ লাইনে আমি নবীন, কাচা এবং নাদান । তুমি তো অনেককে হেল্প করো আমাকেও একটু করো । বড়
    বিপদে পড়েছি, আমার ল্যাপু প্রায় অচল মাদারবোড সিডির অভাবে, ওটা হারিয়ে গেছে। নেটে পাইনি ।
    ডিভাইস ডক্টর পয়সা চায় । তুমি ভাই পারবে ?
    রহনপুর, চাপাইনবাবগঞ্জ থেকে ।

    TOSHIBA
    EQUIUM L40-17M
    Model no= PSL 49E-00C005KS

  41. রনি ভাই, আপনার ব্লগ আমি নিয়মিত চেক করি। আমার ভালো লাগে আপনার ব্লগ। সত্যিই আপনার ব্লগ পড়ে আমরা পাঠকরা অনেক বিষয়ে জানতে পারি এবং উপকৃত হই। আশা করি অন্যান্য পাঠকরাও আমার সাথে একমত পোষণ করবেন। আমি একটা বিষয় জানতে চাচ্ছি আজ আপনার কাছে। আমরা ‘মজিলা’ থেকে কিভাবে কোন একটি Extra Toolbar ডিলিট করবো?

    • আমার ব্লগের সব লেখাই HTML কোড দিয়ে লেখা। HTML কোড দিয়ে আপনি ইচ্ছামতো ফন্ট বা ফন্ট সাইজ ব্যবহার করতে পারবেন। আমি যে কোড দিয়ে লিখি সেটা হচ্ছেঃ প্রতিটি প্যারার আগে এই কোড লিখলে লেখা বড় এবং ফন্ট সুন্দর দেখাবে। আপনিও এই কোড ব্যবহার করে দেখতে পারেন। তবে বিভাগ, মন্তব্য ইত্যাদির ফন্ট বড় হবেনা। কোন সমস্যা হলে জানাবেন। সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবো।

  42. রনি ভাই, আমি চাই আমার ব্লগের প্রতিটি পাতায় ৪ অথবা ৫ টার বেশি পোষ্ট না থাকুক। এখন আমি যাই দিই, লাইন ধরে প্রথম পাতায় পোষ্ট হয়ে যাচ্ছে। সমস্যাটার সমাধান দিলে খুশি হব। অন্যান্য ক্ষেত্রে মোটামুটি পারলেও ওয়ার্ডপ্রেসে আমি পুরো নাবালক…

  43. রনি ভাই আমি আপনার “ইন্টারনেট, কম্পিউটার ও প্রযুক্তি বিষয়ক টিপস এন্ড ট্রিকস ” পেইজ থেকে আমি জানতে পেরেছিলাম যে আপনার কাছে http://nptel.iitm.ac.in এর ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল গুলু আপনার কালেকশন এ আছে । এর mechanical and Industrial কিছু মেটেরিয়াল আমি আপনার কাছ থেকে collect করতে পারি?

    • মেকানিক্যালেরগুলো আমার কাছে নাই। তবে ল্যানে দেখেছি মনে হয় । খুঁজে দেখতে হবে একটু। আপনি ফেসবুকে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ ।

  44. Rony bhai apnake dhonnobad arokom akti page korar jonno. Ami wordpress a ekti free website create korechi..koek ta post o update korsi. Post gula homepage a eker por ek show kore. Kintu ami postgulu alada vabe menu’r vetor sajate chai… Jemon dhorun menu te click korle post dekhabe. Ata kivabe krbo janaben plz. R akta kotha post er vitor link kivabe add korbo janale upokrito hobo. Valo thakben.

    • আমি যতদূর জানি সেরকম করা যায়না। তবে আপনি চাইলে, ট্যাগ/ক্যাটাগরি ব্যবহার করে সেরকমের কাছাকাছি করতে পারেন। পোস্টে কিভাবে লিংক যোগ করবেন তা এখানে বিস্তারিত লেখা আছে। 🙂

      শুভকামনা রইলো আপনার প্রতি।

  45. ভাইয়া আমি লিমন। আমি Web Page Maker সফটওয়্যার দিয়ে একটা ওয়েবসাইট বানিয়েছি। এটাকে আমি একটা ফ্রী ডোমেইনে আপলোড করতে চাই। আমি Dot.Tkতে চেষ্টা করেছি। কিন্তু করতে পারছি না। আজ আপনার ব্লগের খোঁজ পেলাম। এখানে দেখতে পেলাম “পরামর্শ, জিজ্ঞাসা , অনুরোধ” নামের একটা ট্যাব। তাই সেখানে ক্লিক করে আপনাকেই প্রশ্নটা করে ফেললাম। একটা সঠিক সমাধান তো আশা করতেই পারি। নাকি?!

    • তা তো অবশ্যই। 😀

      তবে দুঃখের বিষয় .tk সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই। 😦
      আপনি বরং blogger.com এ একটা একটা একাউন্ট খুলে Edit Html অপশানে গিয়ে সেখানে আপনার ডিজাইন করা ওয়েবপেজের HTML কপি করে পেস্ট করতে পারেন। কাজ হবে কিনা আমি শিওর না, তবে আমি এটা ট্রাই করে দেখতাম। আর অন্যান্য ফ্রি ডোমেইনে ব্লগ খোলার চেয়ে আমার কাছে blogger.com কে বেশি ভাল মনে হয়। শুভকামনা রইলো।

মন্তব্য করুন